শ্যামলবাংলা ডেস্ক : দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে ২৪ অক্টোবর বৃহস্পতিবার ভোরে বেঙ্গালোরের একটি হাসপাতালে পৃথিবী থেকে চির বিচার নিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দে ।

‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ বিখ্যাত এই গানের সুরের ধারায় তিনিও আজ আর নেই।
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত এই সঙ্গীতশিল্পী ফুসফুস সংক্রমন জনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

মান্না দে‘র জন্ম ১৯১৯ সালে ১ মে। ১৯৫০ থেকে ১৯৭০ এর দশকে ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় এই শিল্পীর পিতামাতার দেয়া নাম প্রবোধ চন্দ্র দে। বাংলা ও হিন্দি ছাড়াও মারাঠি, গুজরাটিসহ ভারতের বিভিন্ন ভাষায় গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের কল্যাণে মান্না দে পরিণত হয়েছেন জীবন্ত কিংবদন্তিতে।
সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি পদ্মশ্রী ও পদ্মবিভূষণসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ।
উপমহাদেশের সংগীতপ্রেমীরা তাকে মান্না দে নামে চেনেন। প্রখ্যাত এই গায়কের ৯৪তম জন্মদিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করেন। জন্মদিনে পশ্চিমবঙ্গ সরকারের প থেকে মান্না দে কে ‘বিশেষ সংগীত মহাসম্মান’ দেয়া হয়।
