স্টাফ রিপোর্টার : ওজনে কারচুপির অভিযোগে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত ব্যবসায়ীরা হচ্ছেন আব্দুস সাত্তার, জড়িপ মিয়া, হাসমত আলী, জহুরুল ইসলাম, সামিউল হক ও মোবারক হোসেন। ২৪ অক্টোবর বৃহস্পতিবার ঝিনাইগাতী থানায় ওই মামলা দায়ের হয়।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে বিএসটিআই প্রতিনিধিসহ অন্যান্যদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ওই ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে বিভিন্ন মালামাল-দ্রব্যাদি বেচার ক্ষেত্রে ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে ১৯৮২ সালের ওজন ও পরিমাপ অধ্যাদেশের ২৮/২৩ ধারায় ৫ জনের বিরুদ্ধে এবং ১৮৮ ধারায় একজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
