এম লুৎফর রহমান নরসিংদী : ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার বিকেলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেহের উদ্দিন চেয়ারম্যান। বক্তৃতা করেন জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মাস্টার ফজলুল হক, নরসিংদী সদর আসনে ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব বেলায়েত হোসেন, শিবপুর আসনে সম্ভাব্য প্রার্থী মাওলানা শাহ্ মোয়াজ্জেম হোসেন গাজী, মনোহরদী-বেলাব আসনে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, রায়পুরা আসনে সম্ভবাব্য প্রার্থী মোঃ মোস্তফা ভূইয়া, অর্থ-সম্পাদক মুফতী কাউছার আহমেদ, আব্দুল ওয়াহাব মোল্লা, আশরাফ উদ্দিন ভূইয়া, মাওলানা নাছির উদ্দিন, শিপন মোল্লা, আব্দুর রহিম মীর, মাওলানা, আমিনুল ইসলাম, ছাত্রনেতা রকিবুল হাসান রাকিব প্রমুখ।
বক্তাগন বলেন, সংবিধান থেকে আল্লাহ’র উপর আস্থা উঠিয়ে, দেশে আলেম-ওলামাদের গ্রেফতার-নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ এদেশের মানুষের কাছে ইসলামের চিহ্নিত শত্র“তে পরিনত হয়েছে। আর বিএনপি আওয়ামী লীগের ওইসব কর্মকান্ডে প্রতিবাদ না করে তাদের দোসর হিসেবে চিহ্নিত হয়েছে। দু’টি দলই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এদেশের মানুষ এখন আর তাদেরকে বিশ্বাস করেনা। দু’দলের বলয় থেকে সাধারণ মানুষ এখন মুক্তির পথ খুজছে। ইসলামী আন্দোলন এদেশের প্রকৃত ইসলামী দল হিসেবে এসব মানুষের কাছে যেতে হবে। এদেশের মানুষ চাইলে যে কোনো পথেই দেশে ইসলামে শাসন কায়েম হতে পারে। ইসলামী আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার চায়। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে না।
