রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : এমপিও দেখতে পেলন না অধ্য আঃ জলিল (৪৫)। দীর্ঘ ১২ বছর ধরে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যরে দায়িত্ব পালনকালে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিলাহে……………রাজেউন)। মৃত্যুকালে তিনি বাবা-মা, ভাই-বোন, স্ত্রী, ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন সিংগারডাবড়ীহাট মহাবিদ্যালয়টি ১৯৯৯ ইং স্থাপিত হয় এবং ২০০২ সনে কলেজটি পাঠদানের অনুমতি পান। ২০০৬ সনে প্রতিষ্ঠানটি একাডেমীক স্বীকৃতি লাভ করে। দীর্ঘদিন ধরে কলেজটি এমপিও ভুক্তির জন্য অধ্য আঃ জলিল দৌড়-ঝাঁপ করেও এমপিও ভুক্ত হতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তাঁর অকাল মৃত্যুতে প্রেসকাব রাজারহাট নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
