শ্যামলবাংলা ডেস্ক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোহরাওর্য়ার্দী উদ্যানে শর্তসাপেে সমাবেশ করার অনুমোতি পেল ১৮ দল। নির্দলীয় সরকারের দাবীতে আন্দোলনরত ১৮ দলীয় জোট শুক্রবারের ওই জনসভা কর্মসূচীর ঘোষণা করে। এর আগে মহানগর পুুলিশের কাছে নয়া পল্টন, সোহরাওয়ার্দি উদ্যান ও পল্টন ময়দানে জনসভার অনুমতি চেয়ে আবেদন করেন তারা।
কিন্তু ওইদিন রাজধানীতে কর্মসূচী ঘোষণা করে
আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কর্মসূচীর ফলে সংঘাতের আশঙ্কায় ২০ অক্টোবর থেকে মহানগর এলাকায় সভা-সমাবেশ এর উপর নিষেধাজ্ঞা জারী করে পুলিশ।
এরপর বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কাছে নয়া পল্টনে সমাবেশের অনুমতি চেয়ে আবারো আবেদন করে বিএনপি।
তবে এর পর প্রায় চারঘণ্টা পর সোহরাওর্য়ার্দী উদ্যানে তাদের শর্তসাপেে সমাবেশের অনুমতি দেয় মহানগর পুলিশ।
