এস,এম,তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার হাজীপুর বাজারে নসিমন ষ্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ ও ৭ নং ওয়ার্ডের ইউপি মেম্বার রহিদ মিয়ার সমর্থকদের মধ্যে পুর্ব শত্র“তার জের ধরে এক রক্তক্ষয়ী সংর্ঘষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় ৬০জন আহত হয়। আহতরা হচ্ছে উপজেলার চর হাজীপুর গ্রামের মো. জুয়েল মিয়া (৩২), মোঃ রফিক (৩০), সানোয়ার (১৪), আনিসুর রহমান (২১), রমজান আলী (১৪), শাহ্জাহান (১৭), বিল্লাল মিয়া (৫০), ফরিদ (৪০), আওয়াল (২০), রিপন (২১), ইকবাল (২৫), আকরাম (২৪) আল আমিন (২৫), ওয়ালীউল্লাহ (৩২)সহ কমপক্ষে ৬০ জন আহত হয়। আহতদের হোসেনপুর, কিশোরগঞ্জ, গফরগাঁও, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ওসি মীর মোশারফ হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ওই দু’পক্ষের লোকজন মঙ্গলবার হাজীপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।