নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : সাপাহারে দু’দিনব্যাপি উপজেলা পর্যায়ে গ্রামীণ খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবাইদুল হক সরকার, সহকারী শিক্ষক শরীরচর্চা শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
