স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর জেলা শাখা শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিজয়া পুণর্মিলনীর আয়োজন করে। এতে শিক্ষা, সমাজসেবা, চিকিৎসা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলার ১৬ গুণী ব্যক্তিত্বকে ‘শারদ সম্মাননা’ প্রদান করা হয়। ২২ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ‘বোধন’ নামে একটি স্মরনিকার মোড়ক উন্মোচন করা হয়।
বিজয়া পণর্মিলনী ও শারদ সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে, পুলিশ সুপার মেহেদুল করিম, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা স্ংগীত, নৃত্য পরিবেশন এবং ‘মহিষাশুর মর্দিনী’ নাটক মঞ্চস্থ করে।
