খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্ত্রী রোকিয়া খাতুনকে হত্যা মামলার ঘটনায় ঘাতক স্বামী আব্দুস সালাম (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। ২২ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় উত্তরভাগ ইনিয়নের কালারবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবদুস সালাম সুনামগঞ্জ জেলা রাধানগর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
রাজনগর থানার এসআই রতন দেবনাথ জানান, আব্দুস সালাম তার স্ত্রী রোকেয়া খাতুনকে নিয়ে রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামে খছরু মিয়ার বাড়ীতে বসবাস করতো। সোমবার রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামে আব্দুস সালাম তার স্ত্রী রোকেয়া খাতুনকে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ মঙ্গলবার বিকেল ৫টায় তাকে গ্রেফতার করে। ঘাতক স্বামী ছালাম তার স্ত্রী রোকিয়াকে একা নিজ হাতে গলা টিপে হত্যা করেছে বলে থানায় স্বীকারোক্তি করেছে বলে পুলিশ জানিয়েছে।
