শামসুর রহমান, কেশবপুর (যশোর) : কপোতাক্ষের পানি বিপদসীমার ২/৩ ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রন বাঁধ উপচে ও অবিরাম বৃষ্টির পানিতে কপোতাক্ষ অববাহিকার ত্রিমোহিনী বাজার প্লাবিত হয়েছে। বাঁধের ৩/৪ স্থানে ফাটল দেখা দেওয়ায় যেকোনো মুর্হূতে বাঁধ ধসে ৩টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম হুমকির মুখে রয়েছে। বন্যার্তরা দলবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে বালির বস্তা ফেলে বাঁধ রক্ষার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, রবিবার রাতের অবিরম বৃষ্টি ও কপোতাক্ষের উপচে পড়া পানিতে ত্রিমোহিনী বাজারে অন্তত: ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। ত্রিমোহিনী ও চাঁদড়া সড়ক পানিতে তলিয়ে গেছে। কপোতাক্ষ পাড়ের বন্যা নিয়ন্ত্রন বাঁধের ৩/৪ স্থানে ফাটল দেখা দিয়েছে। বাঁধ ধসে কেশবপুর সদর, মজিদপুর ও ত্রিমোহিনী ইউনিয়নের ব্যাপক এলাকা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকার জনগন বালির বস্তা ফেলে বাঁধ রক্ষার কাজ চালিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, কপোতাক্ষ নদের বিপদ সীমার প্রায় ২/৩ ফুট ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। নদের নিচু এলাকা খনন না হওয়া পর্যন্ত এ পানি সরে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, বাঁধ রক্ষার জন্য ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বাধ রক্ষায় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
