মো: খালেদ পারভেজ বখশ,মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনা পাহাড়বাজার এলাকা থেকে কালা মিয়া (৫০) নামে এক মৎস্যজিবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ অক্টোবর বুধবার সকাল ১১টায় কাপনা পাহাড় চাবাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। কালা মিয়া জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগুগালি গ্রামের সোনা মিয়ার ছেলে। পারিবারিব সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালা মিয়া মাছ বিক্রি করতে রতনাবাজারে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকলে বুধবার সকালে কাপনা পাহাড়বাজার সংলগ্ন এলাকায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
