সুমন মল্লিক, ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গ্রামীনফোনের সৌজন্যে এক প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভাণ্ডারিয়া উপজেলার গ্রামীন ফোনের বিক্রয় প্রতিনিধিদের মধ্যে নীল ও সাদা দুটি দলে ভাগ হয়ে এ খেলায় অংশ গ্রহন করেন। শ্বাসরূদ্ধকর ওই খেলায় দ্বিতীয়ার্ধে ২-০ গোলে সাদা দলকে হারিয়ে নীল দল চ্যাম্পীয়ন হয়। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মানষ সাহা। পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন গ্রামীন ফোনের আঞ্চলিক কর্মকর্তা ও গ্রমীনফোনের ডিষ্ট্রিবিউটর সহ অন্যান্য অতিথিবৃন্দ। মনোমুগ্ধকর ওই খেলা উপভোগ করেন বিভিন্ন শ্রেনীপেশার হাজারও মানুষ।
