ইয়ানুর রহমান, যশোর : বেনাপোল সীমান্তের পুটখালী ও বড় আঁচড়া এলাকা দিয়ে ২২ অক্টোবর মঙ্গলবার বিকেল ও রাতে অবৈধভাবে ভারত-বাংলাদেশ যাতায়াতের সময় ২৫ নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল তায়েফ উল হক জানান, মঙ্গলবার বিকালে সীমান্তের পুটখালী এলাকা দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশ যাতায়াতের সময় ১৬ নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ৫ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। অপর দিকে বিজিবি-২৬ ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার(সিও) লে. কর্ণেল মতিউর রহমান জানান, মঙ্গলবার রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৯ জনকে আটক করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। তারা জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
