দুপচাঁচিয়া(বগুড়া) সংবাদদাতা : বগুড়ার দুপচাঁচিয়ার খিহালী মধ্যপাড়া গ্রামে ২৩ অক্টোবর বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী মধ্যপাড়া গ্রামের দুই সন্তানের জনক জাবেদ আলী আকন্দ(৪৫) বাড়ির পার্শ্বে মাঠে জমির আইলে ঘাস কাটতে যায়। এসময় ডিপ টিউবওয়েলের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দীর্ঘণ পরও জাবেদ বাড়িতে না ফেরায় খোঁজ নেয়ার জন্য স্ত্রী কমেলা বেগম(৩৫) উক্ত মাঠে যান। জমির আইলে স্বামীকে পড়ে থাকতে দেখে কমেলা তাঁকে তুলতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় ওই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যুর কথা স্বীকার করে বলেন, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
