নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহ প্রেসকাবের প্রবীন সাংবাদিক ও সদস্য, জেলা সাংবাদিক বহুমূখী সমবায় সমিতির সভাপতি, সুলতান উদ্দিন খানের মৃত্যুতে নান্দাইলের সাংবদিক মহল গভীর শোক প্রকাশ করেছেন।এক শোক বার্তায় সাংবাদিকবৃন্দ মরহুম সুলতান উদ্দিন খানের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ শোককে শক্তিতে পরিনত করার আহবান জানান।শোক প্রকাশকারী সাংবাদিকবৃন্দ গণ হলেন- মোঃ আব্দুল হান্নান মাহমুদ,এডভোকেট হাবিবুর রহমান ফকির, শংকর চন্দ্র বনিক, অরবিন্দ পাল অখিল,রমেশ কুমার পার্থ, মজুমদার প্রবাল ,জালাল উদ্দিন মন্ডল, শাহ্ আলম ভূইয়া, আবু হোসাইন মোহাম্মদ ইয়াহিয়া সূমন, শামছ ই তাবরীজ রায়হান,পত্রিকা পরিবেশক মোঃ আবুল হাসেম, আজিজুল হক নয়ন, কাবিল মিয়া ও আবদুর রাশিদ প্রমূখ। উলেখ্য দীর্ঘদিন রোগ ভোগের পর ২২ অক্টোবর রাত ৯.৩০ মিঃ ময়মনসিংহে সাংবাদিক সূলতান উদ্দিন খান ইন্তেকাল করেন।
