মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের স্টেশন বাজারে ভেজাল খাদ্য বিক্রি, ওজনে কম দেওয়ার দায়ে ১০ অসাধু ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও প্রকাশ্যে ধুমপান করার দায়ে এক ব্যক্তিকে ৩শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২২ অক্টোবর মঙ্গলবার বিকেলে পূর্বধলা সহকারি কমিশনার (ভূমি) মাঈন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই অর্থদন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, আবুল কাশেম, রমজান আলী, শওকত, সাইদুল ইসলাম, ইসলাম উদ্দিন, জীবন চৌহান, কাজল, গোলাম হোসেন, এমদাদুল হক, হারুন অর রশিদ ও লাক মিয়া।
