শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, , নাশকতা সৃষ্টির মাধ্যমে সরকার পরিবর্তনের ইচ্ছা আমাদের নেই। আমরা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাসী। তিনি ২৩ অক্টোবর বুধবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ওই কথা জানান।
মির্জা ফখরুল বলেন, আমরা ২৫ তারিখ বিকাল ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আশা করব সরকার এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেবে।
সমাবেশে নাশকতা সৃষ্টি হতে পারে, সরকারের মন্ত্রীদের এমনবক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘যাঁরা নাশকতার কথা বলেন, তাঁরাই নাশকতা ঘটান। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ করতে চাই।
কুমিলা, নারায়নগঞ্জ, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ১৮ দলের কয়েকশ’ নেতাকর্মীকে আটক করা হয়েছে উলেখ করে তিনি বলেন, সরকার সারা দেশে গণগ্রেফতার করছে। এসব করে জনগণের সংগ্রাম স্তিমিত করা যাবে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে যে রূপরেখা দিয়েছেন ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক থেকে তা স্বাগত জানানো হয় এবং প্রস্তাবের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন জোট নেতারা।
২৫ অক্টোবর যেকোনো মূল্যে নয়া পল্টনে সমাবেশ করবে ১৮ দল। একই দিন সারা দেশের সব জেলা ও উপজেলা সদরেও ১৮ দলীয় জোটের উদ্যোগে সভা-সমাবেশ হবে বলে তিনি জানান।