মো.সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রাম পাইলট হাইস্কুলের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নন্দীগ্রাম পাইলট হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আনিছুর রহমান ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শফি উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য আবু সাঈদ মিলন, শাহজাহান আলী, মোস্তাফিজুর রহমান, আফতাব আলী, শিক্ষক প্রতিনিধি মাসুদ রানা, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, গিরিশ চন্দ্র, ফজর আলী লিটন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা প্রমুখ।