শ্যামলবাংলা ডেস্ক : নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘তিনি শান্তির দূত, কিন্তু তাঁর কথাবার্তা হয়ে গেছে সন্ত্রাসীর মতো। ২৩ অক্টোবর বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ড. ইউনূস রাজনীতি করছেন। তিনি একজন পুরোদস্তুর রাজনীতিবিদ।’
উলেখ্য, স¤প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত এক নারী সমাবেশে ড. ইউনূস বলেছিলেন, ‘আমাদের বলতে হবে, যে এটাতে (গ্রামীণ ব্যাংক) হাত দেবে, আমরা সেই হাত ভেঙে দেব।’
