আজম রেহমান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় লক্ষ্মীপূজা উপলক্ষে আয়োজিত ধামের গানের আসরে ও মন্দিরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় অন্তত: ১০ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে মহাদেবপুর গ্রামের পিযুষ (২২), সন্তোষ (২৫), হরজীবন (৪৫), গোপাল (২৭), প্রতাপ (৫৫), পরেশ (২৫), সুদেব (২২), রঞ্জিত (১৯), তাপস (২০) ও আনোয়ার (৩৫)। ২৩ অক্টোবর বুধবার দুপুরে সদর উপজেলার চিলারং ইউনিয়নের মহাদেবপুর গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও লক্ষ্মীপূজা উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মহাদেবপুর গ্রামে ধামের গানের আসর চলছিল। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চিলারং ইউনিয়নের কয়েকজন বখাটে যুবক গান শুনতে আসা মহিলা দর্শকদের উত্যক্ত করলে স্বেচ্ছাসেবকরা প্রতিবাদ জানায়। এতে বখাটে যুবকরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটাসহ আসরে হামলা চালায়। এসময় মন্দিরের প্রতিমা, চেয়ার টেবিল, প্যান্ডেল ভাংচুর করে এবং স্বেচ্ছাসেবকদের উপর হামলা চালায়। হামলায় আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় এবং ৮ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে চিলারং রেলঘুন্টি এলাকার করম আলীর ছেলে দুলাল (২৫), মকিম উদ্দীনের ছেলে আমিরুল (১৮), মমতাজ উদ্দীনের ছেলে মানিক (১৮), বৈতুল ইসলামের ছেলে জসিম উদ্দীন (১৮), আব্দুল খালেকের ছেলে সাদেক আলী (১৯), সৈইদ আলীর ছেলে অন্তর আলী (১৪), আব্দুস সামাদের ছেলে আশরাফ আলী (১৯), আব্দুল হাকিমের ছেলে তুষার হোসেন বল্টু (১৫)।
ঘটনার সত্যতা স্বীকার করে ৭নং চিলারং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খান জানান, ৮ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।