খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে জলবায়ূ পরিবর্তন, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে তৃণমূল পর্যায়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার এনজিও এসবিসির উদ্যোগে এসবিসির কার্যালয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। সোসাইটি ফর বায়োডাইভারসিটি কন্জারভেশন (এসবিসি) এর পরিচালক মিস রবেতা ম্রং এর সভাপতিত্বে ওই কর্মশালায় জলবায়ু সম্পর্কে বিশদ আলোচনা করেন এসবিসির নির্বাহী পরিচালক নীলিপ ম্রং। পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক মূগনিউর রহমান (মনি), অক্সফামের প্রতিনিধি ফারহানা ইয়াসমিন স্মৃতি, প্রেসক্লাবের সহসভাপতি এম মোকাদ্দেস আলী প্রমূখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণী এবং পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
