নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরে নানা আয়োজনে কবি জীবনানন্দ দাশের ৫৯তম মৃত্যুবার্ষিকী (৬০তম প্রয়াণ দিবস) পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে কবির স্মৃতি বিজরিত ধানসিড়ি নদীরতীরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। জীবনানন্দ স্মরণোৎসব কমিটির আহ্বায়ক ও বাগেরহাট শারীরিক শিক্ষা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সহকারী সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু। শেরে বাংলা স্মৃতি একাডেমীর কেন্দ্রীয় মহাসচিব রেজাউল কবির পল্টু, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আউয়াল গাজী, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো.এনামুল হক, রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সাংবাদিক রহিম রেজা, সাইদুল ইসলাম প্রমুখ।