ঝালকাঠি সংবাদদাতা : পন্ড হয়ে গেছে ঝালকাঠিতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি । বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ দলীয় নেতাদের মুক্তির দাবিতে ২৩ অক্টোবর বুধবার বিকালে শহরের ফায়ারসার্ভিস এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিােভ মিছিল বের করা হয়। মাত্র ২০ গজ সামনে আগানোর পর পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাকির এক পর্যায়ে নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হন। পরে অফিসের সামনে পুলিশ প্রহরায় অনুষ্ঠিত সংপ্তি সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্মআহŸায়ক এনামুল হক সাজু ও মিজানুর রহমান মুবিন বক্তৃতা করেন। এ সময় তারা অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।
