কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদার ভগিরথপুর স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত: ২০জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছে তাহের (৪৫), রহমান (২৫), সজিব (২০), হায়দার (৩৮), একরামুল (২৩), শুকুর আলী (৩৫), বশির আহম্মেদ (৩২), এনায়েত (২৩), শুকুর আলী (২৭), মমিনুল (৪৮)। আহতদেরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি হাই স্কুল মাঠে স্থানীয় ভগিরথপুর-হোগলডাঙ্গা একাদশ এর মধ্যে ফুটবল খেলা শুরু হয় সোমবার বিকেলে। খেলা শেষ করার আগে খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে সংঘর্ষ দুই গ্রামের দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।
