এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুরে হরতাল সমর্থকদের হামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন আকন্দসহ ৩ জন আহত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার সকালে ওই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও গোপালপুরের গোলপেঁচা গ্রামের সন্তান সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার টাঙ্গাইল জেলায় পূর্ণ দিবস হরতালের ডাক দেয় জেলা বিএনপি। দলীয় কর্মসূচীর অংশ হিসেবে গোপালপুরে হরতালের সমর্থনে পিকেটিং করছিল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৮টার দিকে শহরের সূতী কালিবাড়ি বাজার এলাকায় হরতাল সমর্থকদের সাথে হরতাল বিরোধীদের সাথে সংঘর্ষ বাধে। এসময় হরতালসমর্থকদের হামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জালাল উদ্দিন আকন্দসহ ৩জন আহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক আহত ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
