আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা কৃষকদল সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ আহবায়ক এবং উপজেলা ঘাতক দালাল নিমূল কমিটির যুগ্ন আহবায়কে গ্রেফতার করেছে গফরগাঁও সদর থানা পুলিশ। ঘটনাটি ঘটে ২৩ অক্টোবর বুধবার দুপুরে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে পৌরশহরের গো-হাটা এলাকায় আসামী ধরার সময় পুলিশের উপর হামলা চালিয়ে পাপ্পু নামে এক আসামী ছিনিয়ে নেয়ার ঘটনার অভিযোগে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে উপজেলা কৃষক দল সহ-সভাপতি ও রাওনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি নেফতাদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক ও ঘাতক দালাল নিমূল কমিটির যুগ্ন আহবায়ক শিবলী সাদিক খান পৌর এলাকার পাবলিক হল মোড় থেকে গ্রেফতার হন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
