ads

বুধবার , ২৩ অক্টোবর ২০১৩ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার গাড়ী বহরে পুলিশী হামলার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৩, ২০১৩ ১:৫১ অপরাহ্ণ

Pic-1মেহের আমজাদ, মেহেরপুর : বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে পুলিশী হামলার প্রতিবাদে ও সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২২ অক্টোবর মঙ্গলবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ও দারিয়াপুর বাজার প্রাঙ্গণে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। মিছিল শেষে মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে দারিয়াপুর বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাসুদ অরুণ বলেন, এ দেশের ১৬ কোটি মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দমন-পীড়ন করেও সরকারের শেষ রক্ষা হবে না। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সময়োপযোগী ভাষণে দেশের মানুষের আকাংখার প্রতিফলন হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বেগম খালেদা জিয়ার ঘোষিত রূপরেখা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে একটি গণতান্ত্রিক সমঝোতার পথ উন্মুক্ত করেছে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা জাতীয় পার্টির আহবায়ক শেখ সাঈদ আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা আবু সুফিয়ান হাবু, মোনাখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মফিজদ্দিন মাস্টার, সহ-সভাপতি রুস্তম আলী, আব্দুল হালিম মালিথা, সাধারন সম্পাদক রায়হানুল কবীর, দারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কাদের মাস্টার, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা আহমেদ রাজিব খান,  সোহেল হোসেন প্রমুখ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!