কশবপুর(যশোর) সংবাদদাতা : কেশবপুরে আরও দু’টি মোটর সাইকেল ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে থেকে উপজেলার বারুইহাটি গ্রামের জাফর ইকবালের মোটর সাইকেল চুরি হয়। অফিস চত্ত¡র সিসি ক্যামেরার আওতায় থাকলেও চোরেরা কয়েক সেকেন্ডের মধ্যে মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এছাড়া মঙ্গলবার রাতে কেশবপুর গোরীঘোনা সড়কের বড়েঙ্গা এলাকায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি তরিকুল ইসলামকে পিটিয়ে আহত করে তার মোটর সাইকেল নিয়ে ছিনতাইকারিরা চলে যায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই নিয়ে কেশবপুরে একমাসে ১৫টি মোটর সাইকেল ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, সিসি ক্যামেরা সার্চ করে চোর সনাক্ত করার চেষ্টা চলছে।