খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় দুবাই প্রবাসী আব্দুল আজিজকে অপহরণ ও হত্যা মামলার ঘটনায় রহমত আলী (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ অক্টোবর বুধবার ভোরে ভাটেরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রহমত কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বেড়কুড়ি গ্রামের রেনু মিয়ার ছেলে।
জানা যায়, কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের হাজী আব্দুল হকের পুত্র দুবাই প্রবাসী আব্দুল আজিজ (২৫) নিখোঁজের ১৩ দিন পর ১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় ভাটেরা ইউনিয়নের বেড়কুড়ি ও নোয়াগাঁও হাকালুকি হাওর এলাকার ভাসমান পানি থেকে লাশ হাওর পারের লোকজন দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে নিহত আজিজের পরিবার কুলাউড়া থানায় একটি অপহরন ও হত্যা মামলা দায়ের করে।
এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই বিণয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রহমতকে বুধবার মৌলভীবাজার আদালতে প্রেরন করা হয়েছে।
