মো.মহসিন মাতুব্বর, আমতলী (বরগুনা) : গত ১০ দিনে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ২ লাখ ৯০ হাজার মিটার অবৈধ জাল, ৪৯৯ কেজি মা ইলিশসহ ৮ জেলেকে আটক করা হয়েছে। সমুদ্র উপকূলীয়, বরগুনার আমতলী ও তালতলী , নদ-নদীতে কোষ্টগার্ড আমতলী মৎস্য অফিসের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে মাছ ধরার সরঞ্জামসহ ওই ৮ জেলেকে আটক করা হয়।
ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ১৩ থেকে আগামীকাল ২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে সব ধরনের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এ কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ কোষ্টগার্ড ও আমতলী মৎস্য অফিস উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। আমতলী ও তালতলী পায়রা এলাকা থেকে এ পর্যন্ত ৯৮ লাখ টাকা মূল্যের ২ লাখ ৯০ হাজার মিটার অবৈধ জাল আটক করেছে। মা ইলিশ ও জেলেদেরকে স্থানীয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা রোধে সরকারের অব্যাহত এ অভিযান সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়। আমতলী উপজেলা মৎস্য অফিসার জয়ন্ত কুমার অপু জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরারোধে মৎস্য অফিসের ব্যাপক তৎপরতায় আমরা সফল হতে পেরেছি। কোষ্টগার্ড সকিনা ক্যাম্পের পেটি অফিসার মো.শহিদুল ইসলাম জানান, সাগরে কাউকে ইলিশের প্রজনন মৌসুমে জাল ফেলতে দেয়া হয়নি। আমতলী উপজেলা মৎস্য অফিসের মাঠ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল ইভু সহ অন্যান্য কর্মকর্তারা সার্বক্ষনিক অমাদের সাথে থেকে সহযোগিতা করেছেন।