আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে মহাসড়কে গাছ কেটে ব্যারিকেড দিয়ে ডাকাতির সাথে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে। ২২ অক্টোবর মঙ্গলবার রাতে এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার উজ্জলতা গ্রামের রজিব উদ্দীনের পুত্র আনোয়ারুল ইসলাম (৪১) ও জাবের মন্ডলের পুত্র মোস্তাক মন্ডল (৪২)। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের দুপচাঁিচয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বগুড়া-নওগাঁ মহা সড়কের দুপচাঁচিয়া এলাকায় রাস্তার গাছ কেটে ফেলে ব্যারিকেড দিয়ে নওগাঁর সরকারদলীয় সাংসদসহ বেশ কিছু যানবাহনে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে।
