নওগাঁ সংবাদদাতা : নওগাঁ আত্রাইয়ের এক কিশোরীর শ্লীলতাহানীর চেষ্টায় ভ্রাম্যমান আদালতে লম্পটের ১০ মাস সশ্রম কারাদন্ড হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ক্ষিদ্র কালিকাপুর গ্রামের কলেজ পড়–য়া ছাত্রীকে নিজ বাড়িতে একা পেয়ে প্রতিবেশি সেকেন্দার আলীর লম্পট পুত্র ওসমান গনি রতন (২৫) শ্লীলতাহানীর চেষ্টা চালায়। কলেজছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে লম্পট রতন কৌশলে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন ক্ষুদ্ধ হয়ে লম্পট রতনকে তার বাড়িতে ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে আত্রাই থানার এস.আই আবু সাইদ সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে গিয়ে লম্পট রতনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি উভয় পক্ষের বক্তব্য শুনে এবং আসামী ওসমান গনি রতন আদালতের নিকট দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে রতনকে ১০ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
