বিশেষ প্রতিনিধি : ২৪-২৫ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার দু’দিন ব্যাপি ফাতেমা রাণীর তীর্থোৎসব উপলক্ষে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর খ্রিষ্টান ধর্মপল্লীতে চলছে ব্যাপক প্রস্তুতি। বারমারী খ্রীষ্টধর্মপল্লীতে ১৯৯৮ সাল থেকে দেশের ও দেশের বাইরের খ্রীষ্টানদের অংশ গ্রহনে প্রতিবছর বাৎসরিক ভিন্ন ভিন্ন মুল সুরের উপর ভিত্তি করে তীর্থোৎসব পালিত হয়ে আসছে। এবারের তীর্থ উৎসবের মুল সুর ‘ সমুদয় সাধু-সাধ্বীর রাণী মা-মারিয়া।
এদিকে তির্থোৎসব উপলক্ষ্যে ২২ অক্টোবর মঙ্গলবার বিকেলে ধর্মপল্লীর সেমিনার কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পালপুরোহিত রেভারেন্ট ফাদার নিকোলাস চিসিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, তীর্থ কমিটির কনভেনর ফাদার ফিদেলিস নেংমিনজা, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এমএ হাকাম হীরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, হিন্দু-বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, শিক্ষক আব্দুল হামিদ, আলহাজ্ব জমশেদ আলী, আ.লীগ নেতা আমজাদ আলী। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাকিম বাবুল, বিপ্লব দে কেটু, আমিরুজ্জামান লেবু, এম.সুরুজ্জামান, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. আজাদ মিয়া, ২৭ বিজিবি ই’ কোম্পানী কমান্ডার অরবিন্দু মন্ডল, শিক্ষক নেছার উদ্দিন, ট্রাইভাল ওয়েল ফেয়ার চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, মুক্তিযোদ্ধা মোবারক আলী, আদিবাসী নেতা মি. প্রদীপ জেংচাম প্রমুখ, মি. জন মাংসাং। সভাসূত্র জানায়, খ্রীষ্টভক্তদের আসন্ন তীর্থ উপলক্ষে প্রায় অর্ধ লক্ষ লোকজনের সমাগম হবে। তাদের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, র্যাব ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে।

