মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের টর্ণেডোর আঘাতে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছেন। ২১ অক্টোবর সোমবার তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে তাদের সহয়োগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমান সরকার জনগনের সরকার। এ সরকার ক্ষতিগ্রস্থদের পাশে আছে। আপনারা যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন সরকার তাদের সহযোগিতা দেবে। একই দিন বিকেলে তিনি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বারাদী বাজার এলাকায় এক পথ সভায় বক্তব্য দেন। এসময় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, আবু সালেহ, খোকন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, ক্ষুদিরাম হালদার, সাবেক ছাত্রলীগ নেতা ডালিম খান, শ্রমিক লীগ নেতা সাজু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
