শ্যামলবাংলা স্পোর্টস : দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ৫৪ রান যোগ করেই বাকি ৫ উইকেট হারালো বাংলাদেশ। এতে মাত্র ২৮২ রানে প্রথম ইনিংস শেষ হলো স্বাগতিকদের। এর আগে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন ওপেনার তামিম ইকবাল। মাত্র ৫ রানের জন্য তিনি সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। এছাড়া বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মমিনুল হক (৪৭)। মার্শাল আইয়ুব করেন ৪১ রান।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট নেন ওয়াগনার। এছাড়া সুধি ৩ টি এবং একটি করে উইকেট নেন বোল্ট ও অ্যান্ডারসন।
