ads

মঙ্গলবার , ২২ অক্টোবর ২০১৩ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশি যুবদের ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ জয়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২২, ২০১৩ ২:৩৬ অপরাহ্ণ

bd-westশ্যামলবাংলা স্পোর্টস : ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৭ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। গত দুটি ম্যাচ জিতে সিরিজে ৩-৩ এ সমতা ফিরিয়েছিল ক্যারিবীয় যুব দল। শেষ ম্যাচটি ৬৭ রানে জিতল তারা। আর শিরোপাও দখলে গেল লাল-সবুজদের। ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান।
গায়ানার জর্জটাউনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ  অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান। শুরুটাও ভালোই হয়েছিল। ব্যাট করতে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম ও জয়রাজ শেখ ৪৩ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ২৬ রানে জয়রাজ আউট হন। তবে জসিমউদ্দিনকে নিয়ে ৫৬ রানের সেরা জুটি গড়েন সাদমান। ৩৩ রানে জসিমউদ্দিন বোল্ড হন রামাল লিউইসের কাছে। ৪৮ রানের সেরা ইনিংস খেলে পঞ্চম ব্যাটসম্যান হয়ে সাজঘরে ফেরেন সাদমান। এরপর ক্যারিবীয় পেসার জেরোমে জোন্সের বোলিং তোপে পড়ে বেসামাল হয়ে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন। মেহেদীর ২৮ ও ইয়াসির আলী ২০ রান নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। জোন্স ৫ উইকেট নেন ৬ ওভারে। দুটি করে পেয়েছেন অ্যালজারি জোসেফ ও ফ্যাবিয়ান অ্যালেন।
অল্প রানের লক্ষ্য দিয়েও হতাশ হয়নি সফরকারী বোলাররা। নিহাদুজ্জামানের বাঁহাতি ও মেহেদীর ডানহাতি ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে পড়ে ক্যারিবীয়রা। জেরেমি সোলোজানো ৯২ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন। বাকি ব্যাটসম্যানদের মধ্যে নিকোলাস পূরান (১০) ও লিউইস (১৯) ছাড়া আর কেউ দু’অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নিহাদুজ্জামান ৭ ওভার ৫ বলে মাত্র ১২ রান দিয়ে ৫ উইকেট নেন। ১০ ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট কম পেয়েছেন মেহেদী।

Shamol Bangla Ads

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৬৮/১০ (৪৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯: ১০১/১০ (৩৩.৫ ওভার)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জয়ী ৬৭ রানে
সিরিজের ফল: ৪-৩ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!