জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে সড়ক দূর্ঘটনায় শিশু, মহিলাসহ ১২জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের আলাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী যাত্রীবাহী বাস আলাপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত বাসযাত্রী জুবেদা বেগম (৪০), মোশারফ আলী (৫০) ও নুরুল ইসলাম (৬০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুনুর আলী (৪০), মনোয়ারা বেগম (৫০), তোরাব আলী (৬০), সাব্বির আহমদ (১১), শাকিব (৭)সহ আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে।
