হাফিজার রহমান, আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষন ঘটনার ১২ দিন পর অবশেষে থানায় মামলা রেকর্ড হয়েছে। ২১ অক্টোবর সোমবার রাতে উপজেলার সিংগাহার গ্রামের আকরাম হোসেনের পুত্র ধর্ষক মাসুদ রানা (২৭)কে আসামী করে ওই মামলা রেকর্ড হয়। তবে গ্রেফতার হয়নি লম্পট ধর্ষক মাসুদ রানা।
জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সিংগাহার গ্রামের ১৭ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ১০ অক্টোবর সন্ধ্যা ৬ টায় গ্রামের পাশে ছাগল নিতে গেলে মাসুদ রানা (২৭) নামের লম্পট তাকে মুখে কাপড় গুজে দিয়ে জোরপূর্বক জনৈক আনিছারের পুকুরের পাড়ের বাঁশ ঝাঁড়ে নিয়ে তাকে ধর্ষণ করে। রাতেই ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরদিন দুপুরে ভিকটিম নিজেই বাদী হয়ে থানায় মাসুদ রানার বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করলেও নানা অজুহাতে মামলা রেকর্ডে কালক্ষেপন করা হয়।