হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পুলিশের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে বিএনপি ও এর অংগসংগঠনের ১শ জনের নাম উলে¬খ করে অজ্ঞাত ৫শ জনসহ ছয়শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ২০ অক্টোবর রবিবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানায় মামলাটি দায়ের করা হয়। সিরাজগঞ্জ সদর থানার এএসআই মাসুদ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
এদিকে পুলিশ রাতভর অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আটক করেছে। তবে আটকের সংখ্যা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে অনেককে আটক করা হয়েছে। এখন যাচাই বাছাই করে প্রকৃত দোষীদের আটক দেখানো হবে।
উল্লে¬খ্য, রবিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।
