স্টাফ রিপোর্টার : শেরপুরে গণিত মেলা ও প্রাথমিক শিক্ষা সমাপনী চুড়ান্ত মডেল টেস্ট পরীক্ষার পুরস্কার বিতরন করা হয়েছে। ২১ অক্টোবর সোমবার শেরপুর পৌর টাউন হল অডিটরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ‘ক-খ-গ টিউটোরিয়াল হোম’ ওই গণিত মেলা ও মডেল টেস্টের আয়োজন করে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, চেম্বার সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, গণিত মেলার আহবায়ক জনি চন্দ্র দে প্রমুখ। ক-খ-গ টিউটোরিয়াল হোমের পরিচালক রীতেশ কর্মকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
