স্টাফ রিপোর্টার : কৃষিতে সম্ভাবনাময়ী সাফল্যের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেছেন শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীর আদর্শ কৃষক মোকছেদুর রহমান লেবু। ২১ অক্টোবর সোমবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ওই পদক প্রদান করেন।
জানা যায়, কৃষি, নার্সারী, মৎস ও গবাদিপশুসহ কৃষি ও প্রাণী খাতে বিশেষ অবদানের জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পদক, চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ বছর ওইসব খাতে অনন্য অবদানের জন্য ৪ জনকে স্বর্ণপদক, ৭ জনকে রৌপ্য পদক ও ১৭ জনকে ব্রোঞ্চ পদক দেওয়া হয়। সে অনুযায়ী দেশের ব্রোঞ্চ পদক প্রাপ্তদের দ্বিতীয় হয়েছেন নালিতাবাড়ীর আদর্শ কৃষক মোকছেদুর রহমান লেবু।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে সংসদ সদস্য, বিভিন্ন দফতরের সচিব, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আফ্রিকার উগান্ডা থেকে আনা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর ‘নেরিকা-১০’ এর মিউটেশন প্রক্রিয়ায় লেবুর খামারে তার একান্ত নিবিড় পরিচর্যায় এ পর্যন্ত নতুন জাতের আরও ৩টি জাত উদ্ভাবিত হয়েছে। এতে ফলনের মাত্রা বাংলাদেশে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গেছে। যা ইতোমধ্যেই সারাদেশে সাড়া জাগিয়েছে।
