মেহের আমজাদ, মেহেরপুর : দৈনিক সংগ্রাম পত্রিকার মেহেরপুর জেলা সংবাদদাতা ও দৈনিক মানব জমিন পত্রিকার মুজিবনগর প্রতিনিধি পেশাগত দায়িত্ব পালন করার সময় তাদের মোটরসাইকেলের গতিরোধ করাসহ ক্যামেরা ছিনিয়ে নেয়া ও জীবননাশের হুমকি প্রদর্শন করায় মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে। দৈনিক সংগ্রাম পত্রিকার মেহেরপুর জেলা সংবাদদাতা মো. আক্তারুজ্জামান ওই জিডি করেন। যার জিডি নং ৮২৩।
জিডিতে জানা যায়, ১৫ অক্টোবর দৈনিক সংগ্রাম পত্রিকার মেহেরপুর জেলা সংবাদদাতা মো. আক্তারুজ্জামান ও দৈনিক মানব জমিন পত্রিকার মুজিবনগর প্রতিনিধি মো. জাহিদুর রহমান পেশাগত দায়িত্ব পালন করে মেহেরপুর আমঝুপি গ্রামের সাঁকোপাড়া থেকে ফেরার পথে স্থানীয় মসজিদের কাছে সদর উপজেলার ইসলামনগর গ্রামের মৃত মোবারকের ছেলে রুহুল আমিন তাদের মোটর সাইকেলের গতিরোধ করে চাবি কেড়ে নেয়। এছাড়া তাদের ক্যামেরা কেড়ে নিয়ে ছবি ডিলিট করার চেষ্টা করে। এরই এক পর্যায়ে সাংবাদিকদের লাঞ্ছিত ও জীবননাশের হুমকি দেয়।
