ads

সোমবার , ২১ অক্টোবর ২০১৩ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ার শেরপুরে টর্ণেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি : আহত ১৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২১, ২০১৩ ১:০২ অপরাহ্ণ

Bogra Tornedo 20-10-13এস,গুলবাগী, বগুড়া : বগুড়ার শেরপুরে মাত্র ১৫ মিনিটের টর্ণেডোর আঘাতে পৌরশহরসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত: ১৫ জন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টর্ণেডোর আঘাতে অসংখ্য বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উঠতি ফসল ও বিভিন্ন গাছপালা ভেঙে পড়ে। এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে ঢাকা-বগুড়া মহাসড়কের একাধিক স্থানে গাছপালা ভেঙে পড়ায় প্রায় ঘন্টাব্যাপি যান চলাচল বন্ধ থাকে। এতে করে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ফলে ঈদ পরবর্তী কর্মস্থলগামি মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ২০ অক্টোবর রবিবার বেলা সাড়ে ১২টা থেকে শুরু করে এ উপজেলার শহর ও আশেপাশের বিভিন্ন এলাকা দিয়ে এ টর্ণেডো বয়ে যায়। এসময় প্রচণ্ড শিলাবৃষ্টি হয়।
জানা যায়, শেরপুর পৌরশহরের বাসষ্ট্যান্ড, সকাল বাজার, শ্রীরামপুরপাড়া, ঘোষপাড়া, জগন্নাথপাড়া, টাউন কলোনী, খন্দকারপাড়া, হাজীপুরসহ উপজেলার মহিপুর, দশমাইল, গাড়ীদহ, হামছায়াপুর, সাধুবাড়ী, খন্দকারটোলা, বাগড়া চতপোতাসহ বিভিন্ন এলাকায় হঠাৎ টর্ণেডো আঘাত হানে। ফলে ওইসব এলাকার কাঁচাপাকা অংসখ্য বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গাছপালা ভেঙে পড়ে। পাশাপাশি প্রচণ্ড শিলা বৃষ্টি কারণে উঠতি রকমারি সবজি ও রোপা-আমন মৌসুমের উঠতি ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে সবজি ভান্ডার খ্যাত গাড়ীদহ ও খামারকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শিমসহ রকমারি সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি বলে জহুরুল ইসলাম, রুবেল আহমেদসহ একাধিক সবজিচাষী জানান। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ওই দু’টি ইউনিয়নের বেশ কিছু শিম ক্ষেতের চালা ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া অন্যান্য ফসলের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ওই কর্মকর্তা দাবি করেন।
এদিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল, মহিপুর, উপজেলা পরিষদের সামনেসহ বেশ কয়েকটি স্থানে গাছপালা ভেঙে পড়ে। এতে করে মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। অপরদিকে টর্ণেডোর কারণে গাছপালাসহ বিভিন্ন কিছু বিদ্যুৎ লাইনের ওপর ভেঙে পড়ায় ঘটনার পর থেকেই এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩কেবি লাইনসহ পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। শেরপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সহকারি প্রকৌশলী আব্দুল খালেক বলেন, বিদ্যুৎ সংযোগ চালু করতে একাধিক দল মাঠে কাজ করছে। তবে কোথায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেননি। পাশাপাশি কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে সেটিও নিশ্চিত করতে পারেননি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!