এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারী-সৈয়দপুর সড়কের সঙ্গলশীতে মোটর সাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী শাহীন আলম (২৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ২০ অক্টোবর রবিবার রাতে ওই দূর্ঘটনা ঘটে। নিহত শাহীন নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কীর্ত্তনীয়াপাড়া নগরবন এলাকার মোজাম্মেল হকের পুত্র।
জানা যায়, রবিবার রাত ৮টার দিকে শাহীন সৈয়দপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।
