এম. এ করিম মিষ্টার, নীলফামারী : ২২ অক্টোবর দিনাজপুরে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার জনসভা। এ জনসভাকে কেন্দ্র করে নীলফামারী জেলার সর্বত্র সাজ সাজ রব পড়ে গেছে। দিনাজপুরের সাথে লাগোয়া ওই জেলায় শুরু হয়েছে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে এমপি, আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাদের বিলবোর্ড, ব্যানার, ফ্যাস্টুন ও পোষ্টারসহ বিভিন্ন কারুকার্য করে নানা আয়োজনে সাজানো হয়েছে। দিন-রাত সমানে চলছে প্রচার-প্রচারণা। লাগানো ব্যানার ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবির পাশাপাশি, শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি শোভা পাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) খালিদ মাহমুদ চৌধুরী এমপি জনসভাসহ পুরো আয়োজনের দায়িত্বে রয়েছেন এবং সকল কার্যক্রম দেখভাল করছেন।
