শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাব নাকচ করে ১৯৯৬ ও ২০০১ এর তত্ত্বাবধায়ক সরকারের ২০ উপদেষ্টার মধ্যে থেকে ১০ জনকে বেছে নিয়ে নির্বাচনকালীন অন্তবর্তী সরকারের প্রস্তাব দিলেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তিনি ২১ অক্টোবর সোমবার বিকালে গুলশানের হোটেল ওয়েস্টিনে প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাবের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওই প্রস্তাব তুলে ধরেন।

বেগম জিয়ার প্রস্তাব অনুযায়ী আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই পাচটি করে নাম প্রস্তাব করবে। আর সবার কাছে গ্রহণযোগ্য সম্মানিত একজন নাগরিককে এই সরকারের প্রধান হিসাবে দায়িত্ব দেয়া হবে।
বিরোধী দলীয় নেত্রী আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শিগগিরই এ প্রস্তাব নিয়ে আলোচনার উদ্যোগ নেবেন।
