জাহাঙ্গীর আলম চৌধুরী, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক হুইপ আলহাজ্ব ফজলুল হক আসপিয়া বলেছেন, শেখ হাসিনা নিজেকে প্রধান রেখে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছেন তা মিঠে কথা ও মিথ্যার ফুলঝুড়ি ছাড়া আর কিছুই নয়। তিনি ২০ অক্টোবর রবিবার বিকেলে ঢাকায় সভা-সমাবেশ এর উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে ও তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ওই কথা বলেন।
তিনি বলেন, মিঠে কথায় আর চিড়ে ভিজবে না। জনগন তার এ ভাওতাবাজির আহ্বান ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। বিরোধীদলকে নির্বাচনের বাইরে রেখে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের খায়েশ কখনও পূরন হবে না। তিনি অবিলম্বে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় জনগনের আন্দোলনের মুখে পালানোর পথও খুঁজে পাবেন না আপনারা। এসময় নেতাকর্মীদেরকে সরকারের বিরোদ্ধে দূর্বার গণআন্দোলন গড়ে তোলার নির্দেশ দেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সেক্রেটারী ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনিসুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসম খালিদ, এডভোকেট মাসুক আলম, এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, পৌর বিএনপি’র সভাপতি এডভোকেট শেরেনুর আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী, সেক্রেটারী সেলিম আহমদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম আহবায়ক শামসুজ্জামান, কামরুল হাসান রাজু, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমানুল হক রাসেল, তরুণ দলের আহবায়ক আব্দুল কাদির বাবলু প্রমুখ। এর আগে ফজলুল হক আসপিয়ার নেতৃত্বে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের জেলা বিএনপি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলটি সদর থানার সামনে থেকে ফিরে আসার সময় নেতাকর্মীরা স্লোগানসহ দৌড় দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর হয়ে উঠেন। এ সময় নেতাকর্মীরা রাস্তায় বসে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে স্লোগান দিতে থাকন।
