খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজেন্দ্র চন্দ্র কোচের সৎকার ২১ অক্টোবর সোমবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভূগছিলেন। রবিবার রাতে তাঁর নিজ বাড়ীতে পরলোগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সৎকারের সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, থানার ওসি গোলাম হায়দার, মুক্তিযোদ্ধা, এলাকার রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
