চুয়াডাঙ্গা সংবাদদাতা : দামুড়হুদা উপজেলার দর্শনা আলহেরা ইসলামী একাডেমীর প্রিন্সিপাল দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস পরানপুরের মিজানুর রহমান মাস্টার (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। ২০ অক্টোবর রবিবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা পুরাতন বাজার থেকে পরানপুরস্থ নিজ বাড়ি ফেরার পথে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে উপজেলার দর্শনা পরানপুর গ্রামের বাসিন্দা।
দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব (পিপিএম) জানান, শিবিরকর্মী রফিকুল হত্যা, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপরে হামলা মামলার সে একজন এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃত মিজানকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
