এইচ.এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া ঢালীকান্দা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। ২১ অক্টোবর সোমবার বিকেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছে মো. আ. মালেক মোল্লা (৫৫), মো. হানিফ খান (৪০), মো. আইউব আলী মোল্লা (৩৫), কালাম (৩৫) বেল্লাল (২১), আব্বাস মোল্লা (১২), মো. মিলন খান (৩০), স্ত্রী মাহমুদা বেগম (২৫) ও অলি খান (২২)। আহতদেরকে উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
জানা যায়, যৌথ মালিকানার জায়গায় মো. মিলন খান সোমবার বিকেলে গাছের চারা রোপন করলে প্রতিপক্ষ হানিফ খান রোপনকৃত চারা তুলে ফেলে। তর্ক-বির্তক সৃষ্টির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরর প্রস্তুুতি চলছে।
